শহর ঘুরে বৃষ্টিতে ভিজলেন মাহি
Published: 2017-10-22 14:51:58

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে বৃষ্টি। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। পরিচালকেরা সাধারণত বৃষ্টির দিনগুলোতে আউটডোরে শুটিং থাকলে তা বন্ধ রাখেন। তেমনি বৃষ্টির কারণে আটকে গেছে
ঢালিউডের জনপ্রিয় মুখ মাহিয়া মাহির বর্তমান ছবি ‘মন দেব মন নেব’র শুটিং।
মাহি বলেন, চলতি মাসের শুরু থেকে এ ছবির শুটিং করছি। গতকাল লালমনিরহাটে আউটডোরে শুটিং ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা বন্ধ আছে। আমার শুটিং না থাকলে আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। তবে বৃষ্টি দেখে ভিন্ন এক পরিকল্পনা মাথায় এলো। শুটিং টিমের মেকআপ, লাইটসহ নানান কলাকুশলীকে নিয়ে শহর ঘুরে বৃষ্টিতে ভিজে একটা দইয়ের দোকান খুঁজে বের করলাম। তারপর সেখানে সকলকে দই খাওয়ালাম। দারুণ মজা হয়েছে। আর সত্যি বলতে শুটিং টিমের এই মানুষগুলো অনেক পরিশ্রম করেন। আমরা শিল্পীরা তো তাদেরকে তেমন সময় দিতে পারি না। তাই আমি তাদেরকে সঙ্গে নিয়ে বৃষ্টির দিনে এই পরিকল্পনা করেছি। সবাই বেশ খুশিও হয়েছে।
এদিকে মাহি আরও জানান, এ ছবির কাজ শেষে ২৬শে অক্টোবর লালমনিরহাট থেকে ঢাকায় ফিরবেন তিনি। তারপর ছবির বাকি কাজের শুটিংয়ে দেশের বাইরে যাবেন।
‘মন দেব মন নেব’ ছবিতে মাহির বিপরীতে কাজ করছেন নবাগত শিবলী নওমান। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি পরিচালনা করছেন রবিন খান।