সিলেট জেলা ও মহানগরীর সব থানায় পুলিশের বিশেষ সতর্কবার্তা
Published: 2018-02-08 03:17:26

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন (৮ ফেব্রুয়ারি) নাশকতার আশঙ্কায় সিলেট জেলা ও মহানগর পুলিশের (এসএমপি)সবক'টি থানায় বিশেষ সতর্কবার্তা পাঠােনা হয়েছে। পুলিশ সদরদপ্তর এবং এসএমপির বিশেষ শাখা থেকে জেলা ও মহানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বরাবরে প্ররিত ওই বার্তায় (চিঠি) বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিভিন্ন মামলা সম্পর্কে তথ্য পাঠাতে বলা হয়েছে। তাদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এ সতর্কবার্তার পর পরই পাড়া-মহল্লাসহ থানা পুলিশের আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে সিলেট জেলা পুলিশ সুপারসহ অন্যান্য জেলার পুলিশ সুপারদেরও নির্দেশনামূলক চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর থেকে এসপিদের কাছে পাঠানো ওই চিঠিতে পুলিশ ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ও পুলিশ সদস্যদের দলগতভাবে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সদর দফতরের নির্দেশনামূলক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) বলেন, ‘সিলেট জেলা পুলিশের আওতাধীন সংশ্লিষ্ট থানাগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সেজন্য জেলা পুলিশের আওতাধীন সব থানার ওসিদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার ক্ষমতা পুলিশের রয়েছে। যারাই নাশকতার চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনও ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মহানগর পুলিশ সূত্র জানায়, সিলেট নগর বিশেষ শাখা থেকে এসএমপি’র ৬টি থানায় ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের জামায়াত-বিএনপির নাশকতা মামলার অগ্রগতির তথ্য চেয়ে সংশ্লিষ্ট থানার ওসিদের চিঠি দেওয়া হয়েছে। এমনকি নাশকতা মামলার আসামিদের বর্তমান অবস্থান সম্পর্কে সার্বিক তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ নাশকতা মামলার আসামিদের বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব জানান, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেট মহানগরীতে কেউ যাতে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করে যাচ্ছে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখা হবে। নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ‘রায়কে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। আবাসিক হোটেলগুলোতে অতিথিদের বিষয়টি নজরে রাখা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান, যেমন বাস টার্মিনাল, আদালত, ট্রেন ও সরকারি প্রতিষ্ঠানে চোরাগোপ্তা হামলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’