খালেদা জিয়াকে সাজার প্রতিবাদে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মানববন্ধন
Published: 2018-02-12 12:20:19

ডেস্ক রিপোর্ট : সিলেট, নিউজমিরর :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণ এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে সিলেট নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নগরীর বন্দরবাজার রংমহল পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ধারক ও বাহক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যার আশ্রয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাজা দেয়া হয়েছে।