রংপেন্সিল একাডেমীর ৩ দিনব্যপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন
Published: 2018-04-16 22:53:28

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ক্ষুদে শিক্ষার্থীদের আঁকা দুই শতাধীক চিত্রকর্ম নিয়ে শিল্পকর্ম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় রংপেন্সিল একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী ও পহেলা বৈশাখ উপলক্ষে তিনদিন ব্যপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন, চারুকলি শিশু চারু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দাস গুপ্ত। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদ এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, রংপেন্সিল একাডেমীর পরিচালক পিংকু বৈদ্য সহ শিক্ষাথী ও অভিবাবকগন। উদ্বোধন এর পর শিক্ষাথীদের আঁকা শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন দর্শনার্থীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উম্মক্ত থাকবে প্রদর্শনী। আগামী ১৮এপ্রিল বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপনী হবে।-বিজ্ঞপ্তি